হোম > জাতীয়

২০৩২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়াতে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কানাডা ও যুক্তরাজ্যে আগামী ২০২৯ সাল পর্যন্ত জেনারেলাইজড স্কিম অব প্রেফারেন্সেস (জিএসপি) সুবিধা পাবে বাংলাদেশ। এ ছাড়া অস্ট্রেলিয়াতে আগামী ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁর বাজেট বক্তব্যে এ তথ্য জানান। 

বাজেট বক্তব্যে বলা হয়, স্বাধীনতার প্রথম অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ৬৮টি দেশে ২৫টি পণ্য রপ্তানি করে ৩৪৮ মিলিয়ন ডলার আয় করে। পক্ষান্তরে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ২১০টি দেশ ও অঞ্চলে ৮০৬টি পণ্য রপ্তানি করে। বিগত ১০ বছরে রপ্তানি আয়ের অর্জন ছিল লক্ষ করার মতো। বাণিজ্য সম্ভাবনাময় দেশ ও আঞ্চলিক বাণিজ্যিক জোটের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন পদক্ষেপ রয়েছে। 
 
উন্নয়নশীল দেশে রূপান্তরের উন্নত ও উন্নয়নশীল দেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা কমার চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশ ও আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ৪৪টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে অস্ত্র ছাড়া সব পণ্যের জন্য জিএসপি সুবিধা পাচ্ছে। 
 
রপ্তানি পণ্য ও বাজার বহুমুখীকরণে স্থানীয় শিল্পের সুষম বিকাশ, বিনিয়োগ, উৎসাহিতকরণ ও পণ্যের সহযোগিতা সক্ষমতা বৃদ্ধি অত্যাবশ্যক। দেশে পোশাকশিল্পসহ অন্যান্য রপ্তানিযোগ্য পণ্যের বৈদেশিক বাজার বৃদ্ধির লক্ষ্যে তৈরি পোশাকের পাশাপাশি প্রক্রিয়াজাত খাদ্য, চামড়াজাত, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালের গুরুত্বারোপ করা হয়েছে। 
 
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে ই-কমার্স বা ডিজিটাল কর্মাস সম্প্রসারণে যুগোপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহি চালু করা হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ৮৫টি ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠানকে ডিবি আইডি দেওয়া হয়েছে।

চীন–বাংলাদেশ সম্পর্ক নিয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে উত্তেজনা, ‘অসৎ উদ্দেশ্য’ বলল চীন

ভোটের সময় সীমিত থাকবে মোবাইল ও আই-ব্যাংকিং

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব সেনাপ্রধানের

এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে কবে, জানাল ইসি

প্রতি ভোটকেন্দ্রে থাকবে অন্তত ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সশস্ত্র সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা–১০: দ্বৈত নাগরিকত্বে আটকে গেলেন বিএনপির প্রার্থী গফুর, হাইকোর্টও ফিরিয়ে দিলেন তাঁকে

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন