হোম > জাতীয়

ঢাকাসহ সারা দেশে অভিযান, ১৮ প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর  

স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানে ইউনাইটেড, জেএসসহ ১৮টি হাসপাতাল এবং ক্লিনিক বন্ধ করা হয়েছে। সাময়িক বন্ধ করা হয়েছে আরও তিনটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান। এই সময়ে ঢাকা, টাঙ্গাইল ও নরসিংদীর ৩৮টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে।

অধিদপ্তরের অভিযানে বন্ধ করা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, সাভারের আদনান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও রহমান স্পেশালাইজড হাসপাতাল। মালিবাগের জেএস ডায়াগনস্টিক এন্ড মেডিকেল চেকআপ সেন্টার, সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, কালশীর এএইচএস ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এশিয়ান ডায়াগনস্টিক সেন্টার, শেরেবাংলা নগরের ঢাকা হেলথ কেয়ার, কেয়ার হাসপাতাল, ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল, টিজি হাসপাতাল, রেডিয়াম ব্লাড ব্যাংক, ইসিবি চত্বরের রাজধানী ব্লাড ব্যাংক, হেলথ পয়েন্ট, আল হাকিমী চক্ষু হাসপাতাল; উত্তরার হাই কেয়ার নিউরো কার্ডিয়াক সেন্টার।

রংপুরের মেট্রো হাসপাতাল, সালমা ব্লাড ট্রান্সফিউশন সেন্টার ও মেডিকেয়ার ক্লিনিক এন্ড নার্সিং হোম।

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকের প্রবেশপথে নিবন্ধন না টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগ ও লেবার রুম প্রটোকল বাধ্যবাধকতাসহ ১০ দফা নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না করায়, নিবন্ধন না থাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখা ইত্যাদি কারণে এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করা হয়েছে।

অধিদপ্তরের হাসপাতাল শাখার কর্মকর্তারা জানান, নির্দেশনা না মানায় মঙ্গলবার রাজধানীতে ৬টি ক্লিনিক ডায়াগনস্টিক ও ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে দুটি টিম রাজধানীর রামপুরা, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল হোসেন গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীতে অভিযান পরিচালনায় ৬টি উচ্চ পর্যায়ের টিম গঠন করে আদেশ জারি করেন।

গতকাল মঙ্গলবার দুটি ও আজ বুধবার চারটি টিম অভিযান শুরু করে। এই ছয়টি টিমের দায়িত্ব থাকবেন ছয়জন পরিচালক।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর