বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। গতকাল বুধবার গভীর রাতে এক ফোনকলে তিনি ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করায় এ অভিনন্দন জানান।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট বিক্রমাসিংহে ড. ইউনূসকে অভিনন্দন জানানোর পাশাপাশি কয়েক দশক ধরে বাংলাদেশে অবস্থান করা লঙ্কান বিনিয়োগকারীদের বাংলাদেশে থাকতে এবং বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালন করার পরামর্শ দিয়েছেন।
এ সময় ড. ইউনূস শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।