দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেছে সেনাবাহিনীর সদরদপ্তর। আজ সোমবার ঢাকা সেনানিবাসে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ের অন্যান্য বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশ ইনের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সেনা কর্মকর্তারা।
সেনা সদরে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে।
ভারতের পুশইনের বিষয়ে জানতে চাইলে ব্রিফিংয়ে সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা। বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সীমান্তে কিছু অস্বাভাবিক মুভমেন্ট হওয়া অপ্রত্যাশিত নয়। তবে এর অর্থ এই নয় যে আমরা তা উপেক্ষা করব বা স্বীকৃতি দেব। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত পরিস্থিতির ওপর কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।’