হোম > জাতীয়

উন্নয়ন সহায়তা দিতে কাঠামো চুক্তি করবে দক্ষিণ কোরিয়া

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং-কুন বলেছেন, বাংলাদেশকে উন্নয়ন সহায়তা দিতে তাঁর দেশ একটি কাঠামো চুক্তি করবে। এর আওতায় আগামী ২০২৩ সাল থেকে চার বছরে ৩০০ কোটি ডলার সুলভ ঋণ দেওয়া হবে। 

আজ বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অন্য দেশের উন্নয়ন সহায়তা ঋণের সঙ্গে কোরিয়ার একই ধরনের ঋণের মৌলিক পার্থক্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘অবকাঠামো উন্নয়ন, উন্নত যন্ত্রপাতি সরবরাহ এবং জ্ঞানভিত্তিক উন্নয়ন ধারণা বাস্তবায়নে জোর দেয় কোরিয়া। এর আলোকে অবকাঠামো চুক্তির আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, যোগাযোগ, জ্বালানি এবং পরিবেশ উন্নয়নে সহযোগিতা দেওয়া হবে।’

দুই দেশের বাণিজ্য ক্রমেই বাড়ছে জানিয়ে তিনি বলেন, ‘২০২১ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ২৩০ কোটি ডলার। আগের বছরের তুলনায় গত বছর কোরিয়া থেকে রপ্তানি ৫৮ ভাগ এবং বাংলাদেশ থেকে রপ্তানি ৪০ ভাগ বেড়েছে।’

চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় চার হাজার কর্মী কোরিয়ায় যাবে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, তাঁর দেশ দক্ষ কর্মী নেওয়া বাড়াবে। ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর