স্ত্রীর দায়ের করা মামলায় বরখাস্ত হলেন সাবেক সহকারি পুলিশ সুপার এস. এম. আসিফ আল হাসান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ রেঞ্জের সাবেক সহকারী পুলিশ সুপার (বর্তমানে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত) এর বিরুদ্ধে তাঁর স্ত্রী সুবর্ণা সুলতানা সুমি রাজধানীর শাহজাহানপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১ (ক) মামলা দায়ের করেন। তিনি উক্ত মামলায় গত ১৯ জানুয়ারি এবং ১৬ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ ঢাকা হতে জামিন নেন।
বিএসআর পার্ট-১ এর বিধি ৭৩ এর নোট ২ অনুসারে কোনো কর্মকর্তা আটক বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে সাময়িক বরখাস্ত বলে বিবেচিত হবেন। এস. এম. আসিফ আল হাসানকে ২০১৮ সালের চাকরি আইের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৯ /১ / ২০২৫ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।