হোম > জাতীয়

হিন্দু বিধবারা স্বামীর সব সম্পত্তির ভাগ পাবেন: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বসতভিটাসহ স্বামীর সব সম্পত্তিতেই ভাগ পাবেন হিন্দু বিধবারা। এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। এ ক্ষেত্রে ১৯৩৭ সালের হিন্দু উইমেন্স রাইটস টু প্রোপার্টি অ্যাক্ট বাংলাদেশেও প্রযোজ্য হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চের স্বাক্ষরের পর ২২ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সৈয়দ নাফিউল ইসলাম। 

এর আগে ২০২০ সালের ২ সেপ্টেম্বর খুলনার হিন্দু পরিবারের সম্পত্তি নিয়ে করা এসংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন। আদালত রায়ে বলেছেন, আইনে কোনো সুনির্দিষ্ট সম্পত্তির কথা নেই। সম্পত্তি বলতে স্থাবর-অস্থাবর, বসতভিটা, ভূমি, নগদ টাকাসহ সবই। কৃষিজমি ও বসতভিটার মধ্যে পার্থক্য করার সুযোগ নেই এবং এ ধরনের সম্পত্তি বিধবার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। 

এ মামলায় ব্যারিস্টার উজ্জল ভৌমিক অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে মামলা পরিচালনা করেন। উজ্জল ভৌমিক বলেন, ১৯৪৭ সালে ইন্ডিয়ান ফেডারেল কোর্টের এসংক্রান্ত মামলার রায়ে কৃষিজমিতে অংশীদারত্ব হারান হিন্দু বিধবা নারীরা, যা পরে ১৯৭২ সাল থেকে বাংলাদেশের আইনে সংযুক্ত করা হয়। তবে এই রায়ের ফলে ৮৩ বছর পর স্বামীর সম্পত্তিতে অধিকার ফিরে পেলেন হিন্দু বিধবা নারীরা। 

প্রচলিত আইন অনুযায়ী, হিন্দু বিধবা নারীরা স্বামীর কৃষিজমির ভাগ পান না। অথচ ১৯৯৬ সালে খুলনার হিন্দু বিধবা নারী গৌরীদাসীর নামে কৃষিজমি রেকর্ড হয়। এর বিরুদ্ধে ওই বছর খুলনার বিচারিক আদালতে মামলা করেন গৌরীদাসীর দেবর জ্যোতিন্দ্রনাথ মণ্ডল। 

শুনানি শেষে মামলার রায়ে আদালত বলেন, হিন্দু বিধবারা স্বামীর অকৃষি জমিতে অধিকার রাখলেও কৃষিজমির অধিকার রাখেন না। এরপর সেই রায়ের বিরুদ্ধে ১৯৯৬ সালেই গৌরীদাসী খুলনার জজ আদালতে আপিল আবেদন করেন, যাতে তিনি কৃষিজমির ভাগ ফিরে পান। এরপর খুলনার জজ আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জ্যোতিন্দ্রনাথ মণ্ডল। 

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন