বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যাকাউন্ট পরিচালনা না করার আহ্বান জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খুলে প্রচারণা চালানো হচ্ছে। এতে বাণিজ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র্যাবের আইটিবিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
বাণিজ্যমন্ত্রীর নামে এসব ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের এই অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায়, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এতে আরও বলা হয়, বাণিজ্যমন্ত্রী নিজ নাম ও ছবি ব্যবহার করে কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তাঁর কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই। এ বিষয়ে ৬ জুলাই রাজধানীর রমনা মডেল থানায় একটি জিডি করা হয়েছে।