হোম > জাতীয়

‘সন্ত্রাস, মাদক—এগুলো নিম্নশ্রেণির ছেলেমেয়েগুলোর জন্যই হয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রওশন আরা মান্নান বলেছেন, ‘সন্ত্রাস, মাদক—এগুলো নিম্নশ্রেণির ছেলেমেয়েগুলোর জন্যই হয়।’ জাতীয় সংসদে আজ বুধবার তিনি এমন কথা বলেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম আজ বুধবার জাতীয় সংসদে জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০২২ উত্থাপন করেন। সেই বিলের সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন রওশন আরা মান্নান। তাঁর দাবি, দেশে শিক্ষিত মানুষের ছেলেমেয়ে কমছে আর বস্তির ছেলেমেয়ে বাড়ছে। দেশে জরিপ করলেই এর সত্যতা পাওয়া যাবে বলে মনে করেন এই সংসদ সদস্য। এহেন পরিস্থিতিতে ভবিষ্যতে দেশে শ্রেণিসংঘাতের আশঙ্কার কথা জানান জাপার এই সাংসদ।

দেশের শহরাঞ্চলের বস্তি ও নিম্ন শ্রেণির জনসংখ্যা বাড়ছে দাবি করে রওশন আরা মান্নান বলেন, ‘এখানে বস্তি ও নিম্নশ্রেণির মানুষের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। আর উচ্চপর্যায়ের লোক, মধ্যবিত্ত, যাদের সন্তান দেশে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, বৈজ্ঞানিক হতে পারবে, দেশকে কিছু দিতে পারবে, এদের সংখ্যা বাড়ছে না। এদের সংখ্যা দিনে দিনে কমছে। বড় বড় বাড়িগুলো, গুলশান-বনানীতে খালি এক বা দুইজন মানুষ।’

বস্তি বা দেশের ‘চতুর্থ বা তৃতীয় শ্রেণি’র কাজ করা ব্যক্তিদের পরিবারের সদস্যসংখ্যা বাড়ছে বলে দাবি করেন রওশন আরা মান্নান। তিনি বলেন ‘তাদের ৪টা, ৫টা, ১০টা, ১১টা করে সংখ্যা বাড়ছে।...তারা একজনকে গার্মেন্টেসে কাজে দেয়, মেকানিক বানায়। পয়সার জন্য এগুলো বাড়ছে। কোনো শিক্ষাদীক্ষা নেই।’

জাপার এই সংসদ সদস্য আরও বলেন, ‘এমন একদিন আসবে, কয়েক বছর পরে শ্রেণিসংঘাত সৃষ্টি হবে। শিক্ষিত মানুষের ছেলেমেয়ে কম, বস্তির ছেলেমেয়ে অনেক বেশি। তারা সব বাড়িঘর দখল করতে আসবে। আর বলবে, তোমাদের ছেলেমেয়ে কম, আমাদের সঙ্গে সম্পর্ক করো। একটা বিরাট শ্রেণিসংঘাত সৃষ্টি করবে।’

জনসংখ্যা কমানোর জন্য এখন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আরও প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান রওশন আরা মান্নান। তিনি বলেন, ‘প্রচার করলে ভালো হবে দেশের জন্য।’

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর