গত ১৫ জুলাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নবনির্মিত দুটি মিডিয়াম ফেরি ‘কদম’ ও ‘কুঞ্জলতা’ উদ্বোধন করা হয়। শিমুলিয়া ফেরিঘাটে ফেরি দুটি উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ সময় উপস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বিআইডব্লিউটিসির কর্মচারীরা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন। কিন্তু পরে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ফুটেজে বিআইডব্লিউটিসির কর্মচারী মো. জাকির হোসেনকে মাস্ক ছাড়া উপস্থিত থাকতে দেখা যায়।
এই অপরাধে বিআইডব্লিউটিসির জাহাজি জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আজ রোববার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, মাস্ক পরিধান না করার কারণে উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী, বিশেষ অতিথিবৃন্দ ও চেয়ারম্যানসহ সবাইকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলানো, পাশাপাশি জন সমাগম স্থলে মাস্ক না পরা সরকারি নির্দেশনাকে অবজ্ঞা করার শামিল ও সরকারি চাকরির নিয়ম শৃঙ্খলা পরিপন্থী। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।