হোম > জাতীয়

তৃতীয় দিন ইসিতে ১৫৫ প্রার্থীর আপিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে তৃতীয় দিনে ১৫৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন। তাঁদের মধ্যে ১৫১ জন নিজের প্রার্থিতা ফেরত পেতে এবং চারটি আপিল আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল করার জন্য।

তিন দিনে মোট আপিলকারীর সংখ্যা দাঁড়াল ৩৩৮। এর মধ্যে মোট সাতজনের প্রার্থিতা বাতিলের আবেদনও রয়েছে।

আজ বৃহস্পতিবার ইসি সচিব মো. জাহাংগীর আলম এসব তথ্য জানান।

ইসি জানায়, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছে ৭৩১টি, আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

৯ ডিসেম্বর পর্যন্ত সংক্ষুব্ধরা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, যাঁদের মনোনয়ন বৈধ হয়েছে এবং যাঁদের নমিনেশন পেপার বাতিল হয়েছে—উভয়ের জন্যই আপিল করা যায়।

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন