বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্ব চলমান থাকবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার এ কথা বলেন।
ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-ভারতের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে দুই দেশ।