হোম > জাতীয়

ইসির অতিরিক্ত সচিব ও এনআইডির পরিচালক ওএসডি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) ফরহাদ আহাম্মদ খান ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. ফরহাদ হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। 
 
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এসব আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। 

ইসি কর্মকর্তারা জানান, ফরহাদ আহাম্মদ খান গত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেছেন। 

এ বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কল করা হলেও তা রিসিভ করেননি ফরহাদ আহাম্মদ খান। 

অন্যদিকে ফরহাদ হোসেনকে ওএসডি করার কারণ হিসেবে জানা যায়, তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে কয়েকটি এনআইডি সংশোধন করা হয়েছে। তবে কর্তৃপক্ষের কাছে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর অজ্ঞাতে কীভাবে তা সংশোধন হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে কথা বলতে ফোন কল করলে ফরহাদ হোসেন সাড়া দেননি।

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ