হোম > জাতীয়

বাংলাদেশের আগে ‘ডিজিটাল’ শব্দ ব্যবহারের সাহস কেউ দেখায়নি: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটালাইজেশনে বাংলাদেশ উদাহরণ তৈরি করেছে। বাংলাদেশের নামের আগে যখন ডিজিটাল শব্দটা যুক্ত করা হয় তখন পৃথিবীতে আর কোন দেশ তাদের নামের আগে ডিজিটাল শব্দটা যুক্ত করার সাহস দেখায়নি।’ 

আজ বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) আয়োজিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাসব্যাপী প্রযুক্তি পণ্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘আমাদের এক বছর পরে ব্রিটেন তাদের নামের আগে ডিজিটাল শব্দ যুক্ত করেছে। এ ছাড়া ছয় বছর পরে ভারত এবং ২০১৯ সালে পাকিস্তান ডিজিটাল পাকিস্তান কর্মসূচি ঘোষণা করে।’ 

ডিজিটাল বাংলাদেশ অনেক কাজই সহজ করে দিয়েছে উল্লেখ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, করোনাকালে কোন কিছুই আমরা স্থবির হতে দেয়নি। ডিজিটালাইজেশনের মাধ্যমে সবকিছু সচল রেখেছি। কারণ দেশে এখন ১৩ কোটি ইন্টারনেট কানেকটিভিটি আছে। আগামী ২০২২ সালের মধ্যে গ্রামাঞ্চলেও পৌঁছে যাবে ফাইভ জি। বাংলাদেশ তৃতীয় সাবমেরিন চুক্তি স্বাক্ষর করেছে, যা ২০২৪ সালের মধ্যে ব্যবহার করা যাবে। দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইটও উৎক্ষেপণ হবে শিগগিরই। 

দেশের ৯৮ শতাংশ ভূখণ্ড দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় এসেছে জানিয়ে মোস্তফা জব্বার বলেন, বর্তমানে সারা দেশে ১৭ কোটির ওপরে মোবাইল ব্যবহারকারী আছে। দেশে মোবাইলের চাহিদার ৭০ শতাংশ এখন দেশেই তৈরি হয়। আমেরিকাসহ বিশ্বের বেশ কিছু দেশে এখন আমরা মোবাইল ও কম্পিউটার রপ্তানি করি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, চলতি মাসের ১২ তারিখ আনুষ্ঠানিকভাবে ৫ জি উদ্বোধন করা হবে। বর্তমান সরকারের আমলে হাওর, বাঁওর, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এক দেশ এক রেটের আওতায় ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। আমাদের তথ্যপ্রযুক্তির সক্ষমতার মাধ্যমে করোনার সময় যখন সারা দেশ ও বিশ্ব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, তখন আমরা সব এক করে রাখতে পেরেছিলাম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোরশেদ কামাল, কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহসান, এস এম ওয়াহেদুজ্জামান, টোগি সার্ভিসের নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল মোল্লা, প্রযুক্তি পণ্য ব্যবসায়ী আব্দুল ফাত্তা প্রমুখ। 

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী