হোম > জাতীয়

বাংলাদেশে নাগরিকদের নিরাপত্তা চাইলেন ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। 

আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাইকমিশনার। 

বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও অন্য নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টার সহযোগিতা চান হাইকমিশনার। উপদেষ্টা হাইকমিশনারকে এ বিষয়ে পুরোপুরি আশ্বস্ত করে বলেন, ‘বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় কোনো শঙ্কা নেই। সরকারের পক্ষ থেকে তাঁদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাঁদের পাঠ কার্যক্রম শুরু করতে পারেন।’ 

সাক্ষাতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। হাইকমিশনার এ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য–উপাত্ত দিয়ে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন। 

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের বিষয়ে হাইকমিশনার বলেন, স্বল্প পরিসরে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সেন্টার চালু রয়েছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে ও পড়াশোনার জন্য আসা শিক্ষার্থীদের জন্য এই সেন্টার চালু রয়েছে। 

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান–প্রদানসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

প্রথমেই উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে। তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। 

সীমান্ত নিরাপত্তা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সীমান্তে হত্যা সর্বনিম্ন বা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’