হোম > জাতীয়

৬০ দিন পর একশর বেশি মৃত্যু, সংক্রমণও ঊর্ধ্বমুখী

ঢাকা: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরুর পর থেকে এটি দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বাধিক ১১২ জনের মৃত্যু হয়েছিল। যা এখনো পর্যন্ত করোনায় দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এর আগে চলতি বছরের ২৫ এপ্রিল দেশে করোনায় একদিনে ১০১ জন মৃত্যুর ঘটনা ঘটেছিল। ২৫ এপ্রিলের পর আজ ২৫ জুন অর্থাৎ ঠিক ৬০ দিনের ব্যবধানে করোনায় ফের শতাধিক মৃত্যু হলো।

চলতি বছর করোনার সবচেয়ে ভয়াবহ মাস ছিল এপ্রিল। জানুয়ারি থেকে মার্চ মাসে করোনায় আক্রান্ত ও মৃত্যু কিছুটা কম থাকলেও এপ্রিল মাসে এসে সেটি বেড়ে যায়। ১৬,১৭, ১৯ ও ২৫ এপ্রিল দেশে করোনায় শতাধিক মৃত্যু হয়। আর সর্বোচ্চ শনাক্ত (২৪ %) ছিল ৩ এপ্রিল।

মে মাসের শুরুর দিকে আক্রান্ত শনাক্ত ও মৃত্যু কমতে শুরু করলেও জুন মাসে এসে তা ফের বাড়তে শুরু করে। শনাক্তের হার এখনো ঊর্ধ্বমুখী। ১৪ মে থেকেই ধারাবাহিকভাবে এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া ১৯ জুন করোনায় মারা যান ৬৭ জন, ২০ জুন করোনায় মারা যান ৮২ জন, ২১ জুন করোনায় মারা যান ৭৮ জন, ২২ জুন করোনায় মারা যান ৭৬ জন, ২৩ জুন করোনায় মারা যান ৮৫ জন, ২৪ জুন করোনায় মারা যান ৮১ জন, সবশেষ আজ ২৫ জুন করোনায় মারা গেলেন ১০৮ জন।

এদিকে অব্যাহতভাবে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় সারা দেশে সম্পূর্ণ ‘শাটডাউনের’ কথা ভাবছে সরকার। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’ করতে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ যৌক্তিক। সরকারেরও এ ধরনের প্রস্তুতি আছে। যেকোনো সময় তা ঘোষণা করা হতে পারে।

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা