নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ পরিদর্শকসহ বাহিনীর ৬ শতাধিক সদস্য বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি ইসির উপসচিব মো. মিজানুর রহমান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
এতে বলা হয়, ১৪ পুলিশ পরিদর্শক, একজন সার্জেন্ট, এসআই ও এএসআই মিলে মোট ১০৫ পুলিশ কর্মকর্তা এবং ৫৩১ জন নায়েক ও পুলিশ কনস্টেবল বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি। অর্থাৎ মোট ৬৩৬ পুলিশ সদস্য বদলির অনুমোদ দিয়েছে সংস্থাটি।
ইসির নির্দেশনায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে ধারাবাহিক বদলি করা হচ্ছে।