হোম > জাতীয়

আনসার আইনে পুলিশের চাওয়াই প্রাধান্য পাবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা

পুলিশের বক্তব্যকে প্রাধান্য দিয়েই আনসার আইন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

আনসার ব্যাটালিয়ন বিলে এই বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে, এসব কোনো ক্ষমতা আনসারকে দেওয়া হচ্ছে না। এই আইনটা নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন ছিল, সেই সব ব্যাপার দেখা হয়েছে।’ 

মন্ত্রী বলেন, ‘তদন্তের (ক্ষমতা দেওয়ার) কথা বলা হয়েছে, যেগুলো পুলিশ বাহিনীর যেখানে বক্তব্য (আপত্তি), সেই বক্তব্যগুলো প্রাধান্য দিয়ে এই আইনটা পাস হবে।’ 

প্রস্তাবিত আইনটিতে বলা হয়েছে, কোনো অপরাধ যদি আনসার বাহিনীর সামনে ঘটে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক করে পুলিশে সোপর্দ করতে পারবে। এমন বিষয় তুললে মন্ত্রী বলেন, ‘আমি যেটা জানি, কিছু কিছু জায়গায়, যেখানে প্রশ্ন ছিল, সেটা যখন স্থায়ী কমিটিতে (সংসদীয় স্থায়ী কমিটি) যাবে, সেগুলো স্পষ্ট করা হবে।’ 

উল্লেখ্য, আইনে আনসার বাহিনীকে অপরাধী গ্রেপ্তার, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা দেওয়ার প্রস্তাব বাতিলের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এর পরিবর্তে আনসার ব্যাটালিয়নের সামনে অপরাধের ক্ষেত্রে ‘ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা’ নেওয়ার বিধান যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আগামী সপ্তাহে এই বিল সংসদে উত্থাপিত হওয়ার কথা রয়েছে।

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি