হোম > জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

ঢাবি প্রতিনিধি

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকসহ সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। আজ বৃহস্পতিবার উপাচার্য লাউঞ্জে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সিন্ডিকেটের এক সদস্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

বৈঠকে থাকা ওই সিন্ডিকেট সদস্য বলেন, ‘জরুরি সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এ নিয়ে নীতিমালা তৈরি করার জন্য প্রবীণ শিক্ষকদের সঙ্গে আলাপ করার সিদ্ধান্ত, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়েও আলাপ হয়েছে। নেতৃত্বের বিকাশ কীভাবে হবে, তা নিয়েও আলোচনা করা হয়।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশাসহ সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন। উপাচার্যের বিশেষ আমন্ত্রণে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। 

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা আজকের পত্রিকাকে বলেন, ‘কোন সিন্ডিকেট সদস্য বলেছে, সেটা নিয়ে কথা না বলি। রাজনীতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সিন্ডিকেট সদস্যরা মতামত দিয়েছেন। সেটির সারসংক্ষেপ আমরা অতিদ্রুত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব।’

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির