হোম > জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

ঢাবি প্রতিনিধি

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকসহ সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। আজ বৃহস্পতিবার উপাচার্য লাউঞ্জে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সিন্ডিকেটের এক সদস্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

বৈঠকে থাকা ওই সিন্ডিকেট সদস্য বলেন, ‘জরুরি সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এ নিয়ে নীতিমালা তৈরি করার জন্য প্রবীণ শিক্ষকদের সঙ্গে আলাপ করার সিদ্ধান্ত, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়েও আলাপ হয়েছে। নেতৃত্বের বিকাশ কীভাবে হবে, তা নিয়েও আলোচনা করা হয়।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশাসহ সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন। উপাচার্যের বিশেষ আমন্ত্রণে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। 

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা আজকের পত্রিকাকে বলেন, ‘কোন সিন্ডিকেট সদস্য বলেছে, সেটা নিয়ে কথা না বলি। রাজনীতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সিন্ডিকেট সদস্যরা মতামত দিয়েছেন। সেটির সারসংক্ষেপ আমরা অতিদ্রুত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব।’

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন