হোম > জাতীয়

আপিল বিভাগের ছাদ থেকে এজলাসে পানি, ১৫ মিনিট বিচারকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে ছাদ চুইয়ে পানি পরার কারণে ১৫ মিনিটের মতো বিচারকাজ বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার সকালের ঘটনায় বিচারপতিরা এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।

এতথ্য নিশ্চিত করে আপিল বিভাগের রেজিস্ট্রার মো.সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গণপূর্তের চিফ ইঞ্জিনিয়ার সুপ্রিম কোর্টে এসেছেন। আমরা বিষয়টি নিয়ে বৈঠক করছি। আজ থেকেই (ছাদ) সংস্কারকাজ শুরু হবে।’

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আপিল বিভাগে বিচারকরা এজলাসে বসে বিচারকাজ শুরু করেন। এর মধ্যে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসনে ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। বিষয়টি প্রধান বিচারপতির নজরে এলে তিনি সব বিচারপতি নিয়ে এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। এরপর এজলাসকক্ষে ছুটে আসেন সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসন সেখান থেকে সরানো হলে ১৫ মিনিট আবারও এজলাসে বসেন বিচারপতিরা। 

দ্বিতীয় দফায় বিচারকাজ শুরু হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। 

তিনি বলেন, ছাদটি ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত। জবাবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন