হোম > জাতীয়

আপিল বিভাগের ছাদ থেকে এজলাসে পানি, ১৫ মিনিট বিচারকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে ছাদ চুইয়ে পানি পরার কারণে ১৫ মিনিটের মতো বিচারকাজ বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার সকালের ঘটনায় বিচারপতিরা এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।

এতথ্য নিশ্চিত করে আপিল বিভাগের রেজিস্ট্রার মো.সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গণপূর্তের চিফ ইঞ্জিনিয়ার সুপ্রিম কোর্টে এসেছেন। আমরা বিষয়টি নিয়ে বৈঠক করছি। আজ থেকেই (ছাদ) সংস্কারকাজ শুরু হবে।’

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আপিল বিভাগে বিচারকরা এজলাসে বসে বিচারকাজ শুরু করেন। এর মধ্যে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসনে ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। বিষয়টি প্রধান বিচারপতির নজরে এলে তিনি সব বিচারপতি নিয়ে এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। এরপর এজলাসকক্ষে ছুটে আসেন সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসন সেখান থেকে সরানো হলে ১৫ মিনিট আবারও এজলাসে বসেন বিচারপতিরা। 

দ্বিতীয় দফায় বিচারকাজ শুরু হলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। 

তিনি বলেন, ছাদটি ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত। জবাবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবে।

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব