হোম > জাতীয়

সিকদার গ্রুপের রন, রিকসহ ১৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার, তাঁর ভাই রিক হক সিকদারসহ ১৩ জনের বিদেশযাত্রায় আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।

অপর যে ১১ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক আলম আহাম্মেদ, হরিদাস বর্মন, আরিফ মো. শহিদুল হক, এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মুশতাক আহমেদ, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, জাকারিয়া তাহের ও মাররুর হোসেন।

এর আগে গত ১১ মার্চ রন হক সিকদার, তাঁর ভাই রিক হকসহ ১৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। ৬০ দিনের জন্য দেওয়া এ নিষেধাজ্ঞার মেয়াদ পার হওয়ার কারণে আবারও নিষেধাজ্ঞা চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবেদন করার পর আদালত নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

এনামুল হক শামীম ও অন্যদের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক তদন্ত ও অনুসন্ধান করছে। তাঁরা যেকোনো সময় বিদেশ গমন করতে পারেন বলে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। তাঁরা বিদেশ গেলে তদন্ত ও অনুসন্ধানের কাজ ব্যাহত হতে পারে। এমতাবস্থায় তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর