হোম > জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই–আগস্টের আরও ৩ হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আরও তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক তিনটি অভিযোগ দায়ের করা হয়। প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ১৯ জুলাই উত্তরা ৭ নম্বর সেক্টরে গুলিতে নিহত সাব্বির ইসলাম সাকিবের পিতা শহিদুল ইসলাম মল্লিকের দেওয়া অভিযোগে শেখ হাসিনাসহ ৬০ জনকে আসামি করা হয়। 

গত ১৮ জুলাই উত্তরা এলাকায় বিএনএস সেন্টারের সামনে চোখে গুলিবিদ্ধ মোহাম্মদ মমিনুল ইসলাম মারজান নিজেই অভিযোগ করেন ট্রাইব্যুনালে। তার অভিযোগে শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়। 

এ ছাড়া গত ৫ আগস্ট গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকায় শফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে মোহাম্মদ আয়াতুল্লাহ গুলিতে নিহত হন। ওই ঘটনায় তার পিতা সিরাজুল ইসলাম শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। 

আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে ২২টি অভিযোগ জমা হয়েছে। যার মধ্যে ২১টি সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো গণহত্যার ঘটনায়। এ ছাড়া একটি অভিযোগ ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো গণহত্যার ঘটনায়। 

এ ছাড়া সাম্প্রতিক ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও সারা দেশের বিভিন্ন থানা ও আদালতে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, থানা এবং আদালতে করা প্রায় সবকটি ঘটনাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতাদের আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনে থাকা সাবেক শীর্ষ কর্মকর্তাদেরও।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’