হোম > জাতীয়

আমার ও মায়ের ক্ষতি হলে দায়ী থাকবেন জি এম কাদের : এরিক এরশাদ

প্রতিনিধি, গুলশান (বাড্ডা)

জাতীয় পার্টির চেয়ারম্যান পদ থেকে নিজের অপসারণের প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই অপপ্রচার করছেন জি এম কাদের। হু‌সেইন মুহম্মদ এরশাদের রে‌খে যাওয়া 'হু‌সেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট'–এর ব‌্যানা‌রে আজ বৃহস্পতিবার রাজধানীর বারিধারার এরশা‌দের প্রেসিডেন্ট পার্কের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ।

মামুনুর রশিদ দাবি করেন, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অর্থ পাচারের কোনো প্রমাণ পৃথিবীর কোথাও প্রমাণিত হয়নি। লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে গণমাধ্যমে প্রকাশিত নিউজের বিষয়ে আইনি ব্যবস্থা নেবেন।

মামুনুর রশিদ বলেন, ‘জি এম কাদের বিদিশা এরশাদকে রাজনীতিতে হুমকি মনে করছেন। কাদেরের কাছ থেকে জাতীয় পার্টিকে রক্ষা করতে যা যা করা দরকার সবই করা হবে। হু‌সেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সমস্ত সম্পদের মালিক এরিক। এরিককে বিতর্কিত করতে পারলে জি এম কাদের নিজের সব অপকর্ম লুকিয়ে রাখতে পারবেন। এ জন্যই এরিক এরশাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন।’

সংবাদ সম্মেলনে এরিক অভিযোগ করেন, দুই দিন ধরে তাঁর এবং তাঁর মা বিদিশা সিদ্দিককে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এসবের পেছনে তাঁর চাচা জি এম কাদের জড়িত আছেন বলে অভিযোগ করেন এরিক।

এরিক বলেন, 'আমার এবং আমার মা বিদিশার যদি কোনো ক্ষতি হয়, এর জন্য দায়ী থাকবেন একমাত্র আমার চাচা জি এম কাদের। আর আমি এই জন্য আমার চাচা জি এম কাদেরের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি।’

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল