ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে আজ আনন্দ মিছিল করেছেন ভাসানচরের রোহিঙ্গারা। ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে গতকাল জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ায় তাঁরা এ মিছিল করে।
আজ দুপুর আড়াইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রোহিঙ্গারা এ আনন্দ মিছিল চলে। ক্যাম্প হেড ফোকালদের নেতৃত্বে রোহিঙ্গারা এ আনন্দ মিছিলের আয়োজন করেন। মিছিলটি সিআইসি অফিস (শেল্টার-০৯) থেকে হাসপাতাল রোড হয়ে ১ নম্বর রোহিঙ্গা বাজারের সামনে গিয়ে শেষ হয়।
এ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন ১ হাজার থেকে ১২ শ রোহিঙ্গা সদস্য। মিছিলে রোহিঙ্গারা নানা ইতিবাচক স্লোগান দেন; স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে। এর মধ্যে ‘ওয়েলকাম ইউএন, ওয়েলকাম ইউএনএইচসিআর, থ্যাংক ইউ ইউএন, উই আর হ্যাপি এট ভাসানচর’।
প্রসঙ্গত, কক্সবাজার থেকে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু জাতিসংঘসহ নানা সংস্থা শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। এর মাঝেই কয়েক ধাপে নোয়াখালীর ভাসানচরে ১৮ হাজারের বেশি রোহিঙ্গাকে পাঠানো হলো।