হোম > জাতীয়

ডেঙ্গুতে নতুন শনাক্ত ২৭৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৯ রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। তবে নতুন করে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২৭৯ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৯৬ জন ও বাইরে ৮৩ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ২৮৪ জন। এদের মধ্যে ঢাকায় ২২৪ জন এবং বাইরে ছিল ৬০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৮৯ জন। আগের দিন ছিল ৮৫০ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭০৬ জন এবং বাইরে ১৮৩ জন। আগের দিন ঢাকায় ৭১১ জন এবং বাইরে ছিল ১৩৯ জন।

জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৭১ জন। আর আগস্টের ৩১ দিনে মোট রোগী ৩ হাজার ৫৩১ জন শনাক্ত হয়। আর চলতি মাসের ৭ দিনে ১ হাজার ৪৯৫ জন। জুনে মৃত্যু হয়েছিল একজন, জুলাইতে ৯ জন ও আগস্টে ১১ জন এবং সেপ্টেম্বরের ছয় দিনে ১০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৭৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৬ হাজার ৭৫৬ জন। ঢাকায় ভর্তি হয়েছেন ৬ হাজার ২৪৪ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৫ হাজার ৫২৫ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩২ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ১ হাজার ২৩১ জন। এ সময় মৃত্যু হয়েছে ৩১ জনের।

কীটতত্ত্ববিদদের জানান, তাদের আগেই ধারণা ছিল আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু সর্বোচ্চ চূড়ায় উঠবে। দেশে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ২১৩ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এ জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। যেসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে দ্রুত মশা মারতে হবে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন