হোম > জাতীয়

ওয়াশিংটনে বৈঠক: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, যুক্তরাষ্ট্র এটাই চাই। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে সে দেশের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান এ বিষয়ে জোর দিয়েছেন।

ওয়াশিংটনে শুক্রবার (৭ অক্টোবর) তাঁদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ওয়েন্ডি শেরম্যান নিজে টুইট করে এবং তাঁর দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, বৈঠকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠান এবং মানবাধিকার সমুন্নত রাখার ওপর জোর দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

শাহরিয়ার আলম র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও এর কয়েক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশ সরকারের কাছে সে দেশে রাজনৈতিক আশ্রয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

এ বিষয়ে শেরম্যান সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের শ্রম খাতে অগ্রগতির কথা উল্লেখ করে শেরম্যান দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন।

বৈঠকে বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ফেরত পাঠানো, ইউক্রেন যুদ্ধ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জাতিসংঘ শান্তি মিশন, করোনা মহামারি মোকাবিলাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও অভিন্ন বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক