হোম > জাতীয়

সাইবার নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার নিরাপত্তা বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আরও জোর দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’ 

হঠাৎ করে সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে তৎপরতার কারণ কী? সাংবাদিকদের এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দুই-তিন বছর ধরেই সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়টি দেখা হচ্ছিল। হঠাৎ করে এটি করার সিদ্ধান্ত হয়নি। সাইবার নিরাপত্তা বাড়াতে আরও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। যাতে কোনোভাবেই ওয়েবসাইট হ্যাক করা না যায়।’ 

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ দেশ এখন আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে। সাইবার সিকিউরিটি তো সাধারণ একটি ধারণা।’ 

ন্যাশনাল ডেটা সেন্টার ও সাবমেরিন ক্যাবলের নিরাপত্তা ইস্যুতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ন্যাশনাল ডেটা সেন্টারের সিকিউরিটির বিষয়ে আরেকটু শক্তিশালীভাবে দেখতে বলা হয়েছে। সাবমেরিন ক্যাবলের পরে আরেকটি ক্যাবল অনুমোদন করা হয়েছে। সেগুলো যেন আরও দ্রুত কাজ করা হয় সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর