ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে গ্রাহক এবং পণ্য সরবরাহকারীরা। রোববার বিকেল চারটা থেকে ধানমন্ডির সোবহানবাগে ইভ্যালির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন তারা।
মোহাম্মদ রাসেল মুক্তি পরিষদের সম্পাদক সাকিব হাসান বলেন, আমরা চাই রাসেল ভাইয়ের মুক্তি। উনি মুক্তি পেলেই গ্রাহকদের পাওনা মিটিয়ে দিতে পারবেন। তাকে আটকে রাখা কোনো সমাধান নয়। আমরা চাই গ্রাহক ও সেলারেরা তাদের প্রাপ্য ফিরে পাক।
গ্রাহক হাবিবুর রহমান বলেন, রাসেল ভাইয়ের বিরুদ্ধে একটার পর একটা মামলা দেওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই।
বিকেল ছয়টা পর্যন্ত দুই সহস্রাধিক গ্রাহক ও সরবরাহকারী মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিতে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন মুক্তি কমিটির সম্পাদক সাকিব হাসান।
গত ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় আরিফ বাকের নামের ইভ্যালির এক গ্রাহক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন। এর কয়েক ঘণ্টা পরই মোহাম্মদপুরের নিজ বাসা থেকে মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব।