হোম > জাতীয়

সাবেক মন্ত্রী উবায়দুল মুক্তাদির গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উবায়দুল মোক্তাদির চৌধুরীর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। ছাত্রজীবন শেষে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। ১৯৮৬ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হন। ১৯৯৬–২০০১ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। পরে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।

২০১১ সালে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরপর টানা দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে এমপি হন। শেখ হাসিনার সরকারের সর্বশেষ মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পান উবায়দুল মোক্তাদির।

উবায়দুল মোক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর স্ত্রী ফাহিমা খাতুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। ফাহিমা খাতুন ভাই কামরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও ঢাকা–২ আসনের এমপি ছিলেন।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর