হোম > জাতীয়

সাবেক মন্ত্রী উবায়দুল মুক্তাদির গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উবায়দুল মোক্তাদির চৌধুরীর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। ছাত্রজীবন শেষে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগ দেন। ১৯৮৬ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হন। ১৯৯৬–২০০১ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন। পরে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।

২০১১ সালে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এরপর টানা দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে এমপি হন। শেখ হাসিনার সরকারের সর্বশেষ মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর দায়িত্ব পান উবায়দুল মোক্তাদির।

উবায়দুল মোক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর স্ত্রী ফাহিমা খাতুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। ফাহিমা খাতুন ভাই কামরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও ঢাকা–২ আসনের এমপি ছিলেন।

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট