হোম > জাতীয়

মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা জান্তা বাহিনীর সদস্যসংখ্যা বেড়ে ৩২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে

টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকা দিয়ে নতুন করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীসহ বিভিন্ন সরকারি বাহিনীর আরও ৬৩ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁদের নিরস্ত্র করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ৬৩ জনসহ দেশে পালিয়ে আসা মিয়ানমারের সামরিক, আধা সামরিক বাহিনীর সদস্যসংখ্যা গিয়ে দাঁড়াল ৩২৭।

বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে এই ৬৩ জনের বাংলাদেশে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজ বুধবার বেলা ১১টার দিকে হোয়াইক্যংয়ের উত্তরপাড়া সীমান্ত এলাকা দিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন।

শরীফুল ইসলাম জানান, আজ নতুন করে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বিজিপি, সেনাসদস্য, পুলিশ, ইমিগ্রেশন সদস্য ও অন্য সংস্থার আরও ৬৩ জন প্রবেশ করেছেন। এখন পর্যন্ত মোট ৩২৭ জন বাংলাদেশে প্রবেশ করেছেন। এর আগে, গত তিন দিনে ২৬৪ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। নতুন করে এই ৬৩ জন প্রবেশ করায় বর্তমানে আশ্রয় নেওয়া বিজেপির সদস্য সংখ্যা দাঁড়াল ৩২৭।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম লালু আজকের পত্রিকার বলেন, ‘সকালে কিছুক্ষণ গোলাগুলির পর বিজিপি সদস্যরা বাংলাদেশের প্রবেশ করেন। পরবর্তী সময়ে বিজিবি সদস্যরা গিয়ে তাঁদের নিরস্ত্রীকরণ করে নিরাপদে দেশের ভেতরে নিয়ে আসেন।’

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা