হোম > জাতীয়

দেশে তেল উৎপাদনের মূল বাধা জমির স্বল্পতা: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : ভোজ্য তেলের আমদানিনির্ভরতা কমাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি জানান, আমাদের বিজ্ঞানীরা উচ্চফলনশীল ও স্বল্পকালীন উন্নত জাতের ধান ও সরিষার জাত উদ্ভাবন করেছে। এগুলোর চাষ দ্রুত কৃষকের কাছে জনপ্রিয় করতে পারলে ধান উৎপাদন না কমিয়েও অতিরিক্ত ফসল হিসাবে সরিষাসহ তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এই লক্ষ্যে মন্ত্রণালয় সমন্বিত কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

বুধবার সকালে ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে তেলজাতীয় ফসল উৎপাদনের মূল সমস্যা জমির স্বল্পতা। ধানসহ অন্যান্য ফসলের তুলনায় কৃষকেরা এ ফসল চাষে কম আগ্রহী। গত এক যুগে দেশে তেল শস্যের উৎপাদন দ্বিগুণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে কারণে ভোজ্য তেলের বেশির ভাগই আমদানি করতে হয়। এ অবস্থায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সমন্বিত কর্মসূচি নেওয়া হয়েছে।’

২০০৯ সালে তেলজাতীয় ফসল উৎপাদনের পরিমাণ ছিল ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৪ হাজার মেট্রিক টনে। এই সময়ে তেলের চাহিদাও বেড়েছে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন