হোম > জাতীয়

দেশে তেল উৎপাদনের মূল বাধা জমির স্বল্পতা: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : ভোজ্য তেলের আমদানিনির্ভরতা কমাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি জানান, আমাদের বিজ্ঞানীরা উচ্চফলনশীল ও স্বল্পকালীন উন্নত জাতের ধান ও সরিষার জাত উদ্ভাবন করেছে। এগুলোর চাষ দ্রুত কৃষকের কাছে জনপ্রিয় করতে পারলে ধান উৎপাদন না কমিয়েও অতিরিক্ত ফসল হিসাবে সরিষাসহ তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এই লক্ষ্যে মন্ত্রণালয় সমন্বিত কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

বুধবার সকালে ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে তেলজাতীয় ফসল উৎপাদনের মূল সমস্যা জমির স্বল্পতা। ধানসহ অন্যান্য ফসলের তুলনায় কৃষকেরা এ ফসল চাষে কম আগ্রহী। গত এক যুগে দেশে তেল শস্যের উৎপাদন দ্বিগুণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে কারণে ভোজ্য তেলের বেশির ভাগই আমদানি করতে হয়। এ অবস্থায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সমন্বিত কর্মসূচি নেওয়া হয়েছে।’

২০০৯ সালে তেলজাতীয় ফসল উৎপাদনের পরিমাণ ছিল ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৪ হাজার মেট্রিক টনে। এই সময়ে তেলের চাহিদাও বেড়েছে।

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ