নির্দেশ অনুযায়ী ইভ্যালির সব নথি হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার আজ সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে এসব নথি দাখিল করেন। আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য বিষয়টি কার্যতালিকায় রয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির সব নথি তলব করেন হাইকোর্ট। সে সময় ১১ অক্টোবরের মধ্যে জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রারকে এ সম্পর্কিত সব নথি আদালতে দাখিল করতে বলা হয়।
তার আগে ২২ সেপ্টেম্বর ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। ইভ্যালির একজন গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেন আদালত।