হোম > জাতীয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শীত চলে আসছে, তবু থামছে না ডেঙ্গু। প্রতিদিনই শত শত মানুষ এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। মারাও যাচ্ছে অনেকে। গত ২৪ ঘণ্টায়ও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু সন্দেহভাজন রোগীদের মধ্যে ৪৪০ জনের দেহে ভাইরাসটি নিশ্চিত হওয়া গেছে। এই নিয়ে দেশে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৩৫ হাজার ২৬২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চলতি মাসেই আক্রান্ত ১৯ হাজার ১৭০ জন, যা গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩ হাজার ৫৩৯ জন। এদের মধ্যে রাজধানীর ৫৩টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২ হাজার ২৮০ জন এবং বাইরে ১ হাজার ২৫৯ জন।

অন্যদিকে নতুন করে পাঁচজনসহ দেশে এ বছর মৃতের সংখ্যা বেড়ে ১২৮-এ ঠেকেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৩ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। আর জেলাভিত্তিক এখন পর্যন্ত মৃতের সংখ্যায় শীর্ষে কক্সবাজার। এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে সেখানে। জেলাটিতে আক্রান্ত ও মৃতদের বড় একটি অংশ রোহিঙ্গা।

এদিকে ডেঙ্গুর প্রকোপ থামাতে এডিস মশার প্রজননকেন্দ্র ধ্বংসে দ্বিতীয় দফায় ১৮ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অভিযান চালায় ঢাকার দুই সিটি করপোরেশন। কিন্তু সম্প্রতি হওয়া ঘূর্ণিঝড়ের কারণে আবারও প্রকোপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন