হোম > জাতীয়

খায়রুজ্জামানকে ফেরাতে আইনি প্রক্রিয়া চালাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাসরত এম খায়রুজ্জামানকে দেশে ফেরাতে সব ধরনের আইনি প্রক্রিয়ায় চেষ্টা করবে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ কথা বলেছেন।

মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার খায়রুজ্জামানকে মুক্তি দেওয়ার ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

এ কে আবদুল মোমেন বলেন, ‘আমাদের দেশের অপরাধী হলে দেশে এনে তাঁদের আইনের সম্মুখীন করতে চাই। অনেকে লুকিয়ে ও পালিয়ে থাকে। কারও ঠিকানা পেলে সেই দেশকে আইনি প্রক্রিয়ায় ফেরত দিতে বলি।’

মালয়েশিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হবে কে না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

বিষয়টি জাতিসংঘকে অবহিত করা হবে কে না—জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যত ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে, আমরা তাতে চেষ্টা করব।’ 

উল্লেখ্য, এম খায়রুজ্জামান এক দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এ মেজর ১৯৭৫ সালের জেলহত্যা মামলার আসামি ছিলেন। ১৯৭৫ পরবর্তী তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ১৯৭৬ সালে তাঁকে মিসরে বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়। সেখানে ১৯৮৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। 

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন