ভারতের কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে ৫ নম্বর নটে নোঙর করা বাংলাদেশি জাহাজে এমভি মেরিন ট্রাস্ট-১ কন্টেইনারসহ ডুবে যাচ্ছে। জাহাজটিতে পণ্যভর্তি কনটেইনার তোলার সময় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এরই মধ্যে জাহাজে রাখা ৮টি কনটেইনার বন্দর চ্যানেলে পড়ে গেছে। ডুবুরি নামিয়ে এবং টাগবোট ব্যবহার করে এই সব কনটেইনার রক্ষার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন জাহাজ সংশ্লিষ্টরা।
এমভি মেরিন ট্রাস্ট-১ দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান মেরিন সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন শেখ সাইকুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সম্ভবত বেশি ভারী ওজনের পণ্য কন্টেইনারে তুলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হচ্ছিল, যা জাহাজের মাস্টারকে জানানো হয়নি। এ কারণে কনটেইনার তোলার সময় জাহাজটি কাত হয়ে ডুবতে শুরু করে। এরই মধ্যে পণ্য ভর্তি ৭-৮টি কনটেইনার নদীতে পড়ে যায়। সেগুলো রশি দিয়ে বেঁধে রক্ষার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে কিছু কনটেইনার নামিয়ে জাহাজটিতে ডুবে যাওয়া থেকে রক্ষার চেষ্টা হচ্ছে।’