হোম > জাতীয়

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের এ সপ্তাহেই ফিরিয়ে আনা হবে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের এ সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। বর্তমানে দেশটিতে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছে। 

আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যে কয়জন বাংলাদেশি আফগানিস্তানে আটকে পরেছেন, আমরা খুবই আশাবাদী শিগগিরই তারা বাংলাদেশে ফেরত আসতে পারবেন। আমরা ত্রিপক্ষীয় মাধ্যমে কিছু মানুষের সহায়তায় বেশ অনেক দুর এগিয়েছি। আশা করছি এ সপ্তাহের মধ্যে ফিরে আসতে পারবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু তাসখন্দ নয়, বিভিন্ন স্থান দিয়ে তাদের ফেরত আনা হবে।

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে আসার পর বিভিন্ন দেশের এবং আফগানিস্তানের নাগরিকেরা দেশ ছাড়ছেন। কিন্তু পর্যাপ্ত ফ্লাইট না থাকায় অনেকেই আটকা পড়েছেন। সব মিলিয়ে আফগানিস্তানের প্রায় ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, কোন সুনির্দিষ্ট সংখ্যা এখনই দেওয়া সম্ভব নয়। তাসখন্দে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে ২৭ জনের সংখ্যা ঢাকাকে জানিয়েছে। কাবুল বিমানবন্দরের বাইরে ছয়জন সেখানে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। ফ্লাইট বাতিল হওয়ার কারণে আফগানিস্তানের কর্মরত সাত বাংলাদেশি টেলিকম প্রকৌশলী এখন কাবুলে রয়েছেন। কাবুলে মোট ১৮ জনের মত রয়েছেন। এর বাইরে বাকিরা কাবুলের বাইরে বিভিন্ন শহরে অবস্থান করছেন।  

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজবেকিস্তানসহ আশপাশের দেশগুলোর কাছে বাংলাদেশিদের ফেরত আনতে ট্রানজিট চাওয়া হয়েছে। অনেক দেশেই ট্রানজিট দিতে রাজি রয়েছে। ফলে যাকে যেখান থেকে সুবিধা সেখান থেকে ফেরত আনার প্রক্রিয়া করা হবে। 

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর