দক্ষিণ কোরিয়া থেকে দ্বিতীয় চালানে দেশে এল আরও ১০টি মিটারগেজ ইলেকট্রিক লোকোমোটিভ। আজ রোববার এসব লোকোমোটিভ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। তবে এগুলো এখনো খালাস হয়নি। আগামীকাল সোমবারের মধ্যে খালাস হয়ে নগরের পাহাড়তলীতে লোকোমোটিভগুলো রাখা হবে।
এ নিয়ে দেশে এল মোট ২০টি লোকোমোটিভ। এখন অপেক্ষা ১৫০টি মিটার গেজ যাত্রীবাহী কোচ। এগুলোও ধাপে ধাপে দেশে আসবে বলে জানিয়েছেন রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহের প্রকল্প পরিচালক মোহাম্মদ হাসান মনসুর।
প্রকল্প পরিচালকের দপ্তর থেকে জানা যায়, ১৫০টি কোচ ও ২০টি লোকোমোটিভ প্রকল্পের চুক্তিমূল্য ৬৫৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার ৬৩ টাকা। এ প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার একটি ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
গত বছর ডিজেল ও বিদ্যুৎ শক্তিচালিত ২০টি মিটারগেজ লোকোমোটিভ ইঞ্জিনের ব্যাপারে চুক্তি হয়। পরবর্তীতে ১৫০টি মিটারগেজ কোচ আমদানির জন্য চুক্তি হয়। এসব ক্যারেজের মধ্যে একটি কোচ থাকবে বুলেটপ্রুফ।