হোম > জাতীয়

আপিল করতে ৫৪ কোটি টাকা পরিশোধ করল গ্রামীণ টেলিকম ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে প্রায় ৫৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আজ রোববার এই টাকা পরিশোধ করা হয় বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

মামুন বলেন, হাইকোর্টে আপিল করার জন্য ট্রেজারি চালানের মাধ্যমে ডেপুটি কমিশনারের নিকট এই টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল গত ১২ ফেব্রুয়ারি খারিজ করে রায় দেন হাইকোর্ট। 

জানা যায়, গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে ২০১১-১২ অর্থবছরে ১৭ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ৭৭৯ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে ১৯৭ কোটি ৭০ লাখ ৯১ হাজার ২১৯ টাকা আয়কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নোটিশ দেয়। এ নোটিশের বিরুদ্ধে প্রথমে কমিশনার অব ট্যাক্সেসে আপিল করলে সেটি খারিজ হয়। পরে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে গেলে সেখানেও তাদের আবেদন খারিজ হয়।

এদিকে গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে হাইকোর্টে আয়কর রেফারেন্স মামলা করার শর্ত হিসেবে ২৫ ভাগ টাকা জমা দেওয়ার শর্ত মওকুফ চেয়ে এনবিআরে আবেদন করা হয়। সেটি খারিজ হলে রিভিউ আবেদন করে তারা। তবে তা-ও খারিজ করে দেয় এনবিআর। আর ওই রিভিউ খারিজের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২০ সালে রিট করলে রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে সেই রুল ১২ ফেব্রুয়ারি খারিজ করে রায় দেন আদালত।

রায়ের পর সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টে রেফারেন্স আপিল করতে হলে ২৫ ভাগ টাকা জমা দিতে হয়। গ্রামীণ টেলিকম ট্রাস্টের পক্ষ থেকে ২৫ ভাগ টাকা জমা দেওয়ার শর্ত মওকুফ চেয়ে এনবিআরে আবেদন করা হয়েছিল। সেটি খারিজ হলে রিভিউ আবেদন করা হয়। তা-ও খারিজ করে দেয় এনবিআর। আর ওই রিভিউ খারিজের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২০ সালে রিট করলে রুল জারি করেন হাইকোর্ট। শুনানি শেষে সেই রুল খারিজ করে রায় দেন আদালত।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন