হোম > জাতীয়

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২৮ অক্টোবর ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মির্জা রকিবুল হাসান নামের এক চাকরিপ্রত্যাশীর করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের জারিকৃত বিজ্ঞপ্তি সংশোধন করে প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। অর্থসচিব, জনপ্রশাসনসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

সহকারী পরিচালক (সাধারণ) পদে ২২৫টি পদে নিয়োগের জন্য গত ১০ মে বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ ব্যাংক। তবে ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিপ্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দিয়ে বিজ্ঞপ্তি দেয়, যাতে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলা হয়। কিন্তু বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে পুনরায় জারি করেনি। এতে অনেক চাকরিপ্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন। 

পরে চাকরিপ্রত্যাশী মির্জা রকিবুল হাসান গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশেদুল হক। তিনি বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করা হলে আরও অন্তত ২৫ থেকে ৩০ হাজার চাকরিপ্রত্যাশী এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন, যাঁদের বয়স বর্তমানে ৩০ পার হয়ে গেছে। আপাতত হাইকোর্ট নিয়োগ পরীক্ষা স্থগিত করে এ বিষয়ে রুল জারি করেছেন।’ 

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন