হোম > জাতীয়

লেবানন থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

লেবানন থেকে ফেরত আসা বাংলাদেশিরা। ছবি: আজকের পত্রিকা

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৩০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হলো। আজ মঙ্গলবার সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে লেবানন থেকে মোট ১৮০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসভি ৮১০ বিমানযোগে ফিরিয়ে আনা এই ব্যক্তিদের যাতায়াতের সমস্ত ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করেছে। ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। দেশে ফেরত আসা প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা হাতখরচ, খাদ্যসামগ্রী এবং আইওএম-এর সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন ৬৫ বাংলাদেশি, পথে ৩১ জন 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান প্রত্যাবর্তনকারীদের সঙ্গে কথা বলেন এবং লেবাননে চলমান যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি প্রত্যাবর্তনকারীদের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি

উল্লেখ্য, সরকার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে স্বেচ্ছায় ফিরে আসতে ইচ্ছুক সব বাংলাদেশিকে রাষ্ট্রের খরচে দেশে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালানো হবে। এখন পর্যন্ত লেবাননে কোনো বাংলাদেশি আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা