হোম > জাতীয়

লেবানন থেকে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

লেবানন থেকে ফেরত আসা বাংলাদেশিরা। ছবি: আজকের পত্রিকা

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৩০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হলো। আজ মঙ্গলবার সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। এ নিয়ে লেবানন থেকে মোট ১৮০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসভি ৮১০ বিমানযোগে ফিরিয়ে আনা এই ব্যক্তিদের যাতায়াতের সমস্ত ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করেছে। ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। দেশে ফেরত আসা প্রত্যেক ব্যক্তিকে ৫ হাজার টাকা হাতখরচ, খাদ্যসামগ্রী এবং আইওএম-এর সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন ৬৫ বাংলাদেশি, পথে ৩১ জন 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান প্রত্যাবর্তনকারীদের সঙ্গে কথা বলেন এবং লেবাননে চলমান যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি প্রত্যাবর্তনকারীদের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি

উল্লেখ্য, সরকার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে স্বেচ্ছায় ফিরে আসতে ইচ্ছুক সব বাংলাদেশিকে রাষ্ট্রের খরচে দেশে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালানো হবে। এখন পর্যন্ত লেবাননে কোনো বাংলাদেশি আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন