হোম > জাতীয়

বন্যায় ২ হাজার মোবাইল টাওয়ার অচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বন্যাকবলিত ১২ জেলায় ২ হাজার ২৫টি মোবাইল টাওয়ার কাজ করছে না। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান। 

বহু মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ায় ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশ্যের ১২ জেলায় মোবাইল সেবায় বিঘ্ন ঘটছে। বিটিআরসি জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত ১২ জেলার ১২ হাজার ১৭৯ সাইটের (টাওয়ার) মধ্যে ২ হাজার ২৫টি অচল রয়েছে। 

সচল রয়েছে ১০ হাজার ১৫৪ টি। অর্থাৎ বন্যাদুর্গত এলাকার ১৬ দশমিক ৭ শতাংশ টাওয়ারই অচল হয়ে পড়েছে। সবচেয়ে বেশি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও খাগড়াছড়ি জেলায়। ফেনীতে ৭১ শতাংশ সাইটই অচল অবস্থায় আছে। আর খাগড়াছড়িতে অচল রয়েছে ৪৫ শতাংশ টাওয়ার।   

এসব এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে ভি–স্যাট পাঠানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা কবলিত এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় ভি-স্যাট পাঠানো হয়েছে। অচল টাওয়ারগুলো দ্রুত সচল করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। 

বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় সাইট ডাউন আছে। কয়েকটি উপজেলায় অপটিকাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে কয়েকটি জায়গায়। জেনারেটর ব্যবহার করা হচ্ছে বন্যাদুর্গত এলাকাগুলোয় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া আছে।

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন