নিজস্ব প্রতিবেদক ঢাকা
নতুন মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।
আজ মঙ্গলবার দায়িত্ব পাওয়ার পর তিনি সচিবালয়ের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সচিবের কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নতুন মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জীবনের অভিজ্ঞতাটা কাজে লাগাতে চাই। মন্ত্রণালয় এবং অধীনস্থ সব বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।’
মাহবুব হোসেন গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। নতুন দায়িত্ব দেওয়ায় তিনি সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান।