হোম > জাতীয়

ইউনিয়ন মডেল কেন্দ্রে বছরে ১২ লাখ সন্তান প্রসব সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মাধ্যমে বছরে ১২ লাখ সন্তান প্রসব সম্ভব। এতে করে মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে। 

শহীদ শেখ রাসেলের জন্মদিনে আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫০০ ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে প্রাতিষ্ঠানিক প্রসব এখনো অনেক কম। প্রত্যন্ত অঞ্চলে মাতৃসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো ৮ ঘণ্টা কাজ করে। এভাবে সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মের সময় অনেক শিশু মারা যায়। অনেকে অসুস্থ অবস্থায় জন্ম নেয়। এটি যেন না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা চাই মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং সার্বক্ষণিক সেবা নিন। আমরা মোট ৫০০ সেবাকেন্দ্রে এই সেবা চালু করেছি। এখানে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি দেওয়া হয়েছে।’ 

জাহিদ মালেক বলেন, ‘দেশে প্রতিবছর ১ লাখ শিশুর মৃত্যু হয়। মোট প্রসবের ৬০ ভাগই সিজারিয়ান (অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব) হয়। এ অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে চাই। এ লক্ষ্যে আমরা এসব স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছি। এখন ৫০০ করেছি, সামনে আরও ৫০০ করার পরিকল্পনা রয়েছে। আমাদের যে পরিকল্পনা, তা বাস্তবায়ন করতে পারলে ৯০ থেকে শতভাগ প্রসব প্রাতিষ্ঠানিক হয়ে যাবে।’ 

মায়ের স্বাস্থ্যে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মা সুস্থ না থাকলে শিশু সুস্থ থাকবে না। আমাদের ব্রেস্টফিডিংয়ের হার বেড়েছে। এতে মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের উন্নতি হয়। তাই এটি বৃদ্ধিতে সবার ভূমিকা রাখতে হবে।’ 

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন