হোম > জাতীয়

ঢাকায় চালু হলো চীনা ভিসা কেন্দ্র 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

চীনা দূতাবাস ঢাকায় একটি ভিসা সেন্টার চালু করেছে। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর প্রাসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় ভিসা সেন্টারটি উদ্বোধন করেন।

চীনের ভিসার জন্য আবেদনকারীকে প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে ভিসার আবেদন ফরম পূরণ করতে হবে। তারপর ভিসা কেন্দ্রে আবেদনটি প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক, যোগাযোগ ও যাতায়াত বাড়ছে। এ ক্ষেত্রে সহজে ভিসা সেবা দিতে কেন্দ্রটি চালু করা হয়েছে।

সাধারণ পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাস আর সরাসরি গ্রহণ করবে না। তবে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে। নতুন ভিসা ও ভিসা বৈধকরণ উভয় ক্ষেত্রে দূতাবাসের ধার্য করা ফি প্রযোজ্য হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান ও অ্যাসোসিয়েশন আব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছুটির দিন ছাড়া রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভিসা সেন্টার খোলা থাকবে। বিকেল ৩টা পর্যন্ত ভিসার আবেদন ও ফি জমা নেওয়া হবে। আর পাসপোর্ট সংগ্রহ করা যাবে বিকেল ৪টার মধ্যে।

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার