হোম > জাতীয়

নির্ভুল ভোটার তালিকা করার নির্দেশনা ইসির

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হয়রানি ছাড়াই সাধারণ নাগরিকদের সেবা দেওয়ার বিষয়ে নজর দিতে নির্দেশ দিয়ে ইসি বলেছে, এর ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার দেশের ১০ অঞ্চল ও ৬৪ জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বৈঠকে এসব নির্দেশনা দেয় ইসি। মাঠ কর্মকর্তাদের সঙ্গে নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার কমিশনার, ইসির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এটি ছিল মূলত পরিচিতি সভা।

ইসির সূত্র জানায়, বৈঠকে একাধিক নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন এবং ওই নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকার ওপর জোর দেন। সিইসি বলেন, তাঁরা আগামী নির্বাচন এমনভাবে করতে চান, যাতে ইসি হারানো ইমেজ ফিরে পায়। ইসির ওপর মানুষের আস্থা বাড়ে। তিনি জেলা ও উপজেলা কার্যালয়গুলোতে এক দিন ‘ওপেন ডে’ রাখার নির্দেশ দেন। সেদিন সবার অভিযোগ ও মতামত শুনে কর্মকর্তাদের আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বলেন। এ ছাড়া প্রতিটি অফিসে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দেন তিনি।

বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় নাগরিকের তথ্য সঠিকভাবে পূরণ করা হলে ভুলত্রুটি অনেক কমে যাবে। তিনি মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ও রোহিঙ্গারা যাতে এ তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সে জন্য কর্মকর্তাদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদে কারও গাফিলতি ও অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, বৈঠকে কয়েকজন কর্মকর্তা তাঁদের বক্তব্যে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন