হোম > জাতীয়

সড়কে ১০ প্রাণহানি

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ভগ্নিপতি-শ্যালিকা নিহত

দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস

চট্টগ্রামের সীতাকুণ্ডে থেমে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় আরোহী ভগ্নিপতি ও শ্যালিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

গতকাল সোমবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাংলাবাজারে এ দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। নিহত দুজন হলেন নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকার আনোয়ার হোসেন (৬২) এবং তাঁর শ্যালিকা ঢাকার বংশাল থানার নাজিরাবাজারের ইমতিয়াজ হোসেনের স্ত্রী বিবি রহিমা বেগম (৬০)।

পুলিশ জানায়, কক্সবাজার যাওয়ার পথে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে থেমে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারের ছেলে তালহা বলেন, চোখে ঘুম নিয়ে মাইক্রোবাসটি চালাচ্ছিলেন চালক; যার ফলে দুর্ঘটনায় পতিত হন তাঁরা।

এদিকে রাজশাহীতে বাসচাপায় অটোরিকশার যাত্রী মো. ইব্রাহিম (২৭) ও মো. মারুফ (২৫), মাদারীপুরে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালক বাচ্চু মিয়া ও তাঁর সহযোগী মানিক; সিরাজগঞ্জে বাস উল্টে যাত্রী সেলিম রেজা (৪৬), ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারী গিয়াস উদ্দিন (৭৫), চট্টগ্রামে লরিচাপায় ভ্রাম্যমাণ হকার মো. শাহজাহান (৪৮) এবং কক্সবাজারে বাস ও মিনি ট্রাকের সংঘর্ষে মো. আজাদ মিয়া (১৮) নিহত হয়েছেন।

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই