হোম > জাতীয়

১১ কর্মকর্তাকে বদলি

সরকারের বিভিন্ন দপ্তরের ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি আদেশে এই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। বদলিকৃত কর্মকর্তাদের ২২ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। 

উপসচিব মিঞা মোহাম্মদ আশরাফ রেজা ফরিদী সই করা দুই আদেশের একটিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মুহাঃ শওকত আলী বেগম রেবেকা সুলতানা, গাজী তারিক সালমাকে বিসিএস প্রশাসন একাডেমিতে, উপপরিচালক পদে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আঞ্চলিক পরিচালক মো. গোলাম মাওলা, জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এ. বি. এম. এহছানুল মামুনকে বিসিএস প্রশাসন একাডেমিতে, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগে বদলির আদেশাধীন পরিচালক মো. কায়ছারুল ইসলামকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে প্রশিক্ষক হিসেবে এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর উপপরিচালক শাকিল আহমেদকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি উপপরিচালক পদে বদলি করা হয়েছে। 

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের তোষ খানা ইউনিটের উপপরিচালক মো. আবদুল্লাহ আল মাহমুদকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে, শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপসচিব বেগম জেবুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ সচিব পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ সচিব পদে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বেগম রোজি আক্তার কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব