হোম > জাতীয়

বাংলাদেশের কাছে বিনিয়োগ চায় দক্ষিণ সুদান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের কাছে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ চেয়েছে দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান সফররত পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে এ প্রস্তাব দেন দেশটির রাষ্ট্রপতি সালভা কির মেয়ারডিট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার জুবাতে রাষ্ট্রপতি সালভা কিরমেয়ারডিট এর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ সময়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ সুদানের জনগণের প্রতি রাষ্ট্রপতি সালভা কিরমেয়ারডিট এর অবদানের কথা তুলে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলাপ করেন এ কে আবদুল মোমেন। বৈঠকে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ সুদানের উন্নয়নের প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে কৃষি, তথ্য ও প্রযুক্তি, শিক্ষা, সামরিক সহযোগিতা, দক্ষিণ-দক্ষিণ সগহযোগিতা এবং কানেকটিভিটিতে সহযোগিতা বাড়াতে বৈঠকে চিহ্নিত করা হয়।

রাষ্ট্রপতি সালভা কিরমেয়ারডিট বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে সহায়তা ও সহযোগিতা প্রস্তাবের জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দক্ষিণ সুদানের স্বাধীনতার পর থেকে অবকাঠামো এবং সামাজিক উন্নয়নে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন। এ সময়ে বাংলাদেশের সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের দক্ষিণ সুদানে আরও বিনিয়োগের আমন্ত্রণ জানান তিনি। এ বিনিয়োগে সহায়তারও আশ্বাস দেন রাষ্ট্রপতি। পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জানান যে দক্ষিণ সুদানের পররাষ্ট্র নীতি বেশ খোলামেলা। আর এ পররাষ্ট্র নীতির সুবিধা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও বাড়াতে দুই দেশের রাজধানীতে মিশন খোলার বিষয়টিও বলেন রাষ্ট্রপতি। সালভা কির মেয়ারডিটকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ দেন পররাষ্ট্রমন্ত্রী।

সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়ম আল-সাদিক আল-মাহদির সঙ্গেও শনিবার বৈঠক করেন। সম্পর্ক বাড়াতে অভিন্ন স্বার্থে দ্বিপক্ষীয় চুক্তিগুলোকে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময়ে বিভিন্ন প্রস্তাবের পাশাপাশি সুদানের শান্তিরক্ষীদের বাংলাদেশে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেন। 

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’