ঢাকা: মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। শত চেষ্টা করেও তাঁদেরকে সচেতন করা যাচ্ছে না। বাধ্য হয়ে সরকার সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে। প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে। পাশের দেশ ভারত থেকে জনগণ শিক্ষা নিচ্ছে না। এমন পরিস্থিতিতে মানুষকে বিপদে ফেলা যাবে না। জনগণকে বাঁচাতে সরকার এই লকডাউন দিয়েছে।
তথ্যমন্ত্রী আরও জানান, এমনও ব্যক্তি আছেন যিনি করোনায় আক্রান্ত। অথচ দিব্যি রাস্তাঘাটে বাজার করে বেড়াচ্ছেন। তাঁর জন্য অন্য ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছে।
মানুষ সচেতন না হলে সামনে আরও ভয়ংকর দিন অপেক্ষা করছে বলেও সতর্ক করেন তথ্যমন্ত্রী।