হোম > জাতীয়

মধ্যরাতে কোর্টের হস্তক্ষেপে বগুড়ায় নিশ্চিত হলো হাই ফ্লো ন্যাজাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাইকোর্টের হস্তক্ষেপে মধ্যরাতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা লাগানো হয়েছে। এতে হাসপাতালের রোগীদের অক্সিজেন সংকটের কিছুটা সমাধান হয়েছে।

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংকটে সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আরও ১০ জন রোগীর অবস্থা মুমূর্ষু। এমন সংবাদ গণমাধ্যমে দেখে গতকাল শুক্রবার মধ্যরাতেই রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। বিচারপতি রাতেই অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি দেখতে বলেন।

জানা গেছে, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রাতেই এ বিষয়ে স্বাস্থ্যসচিব ও ডিজির সঙ্গে কথা বলেন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ আজকের পত্রিকাকে জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন, বগুড়ার সেই হাসপাতালের হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংকটের সমাধান হয়েছে। 

অ্যাটর্নি জেনারেল জানান, তাঁকে জানানো হয়েছিল রোববারের মধ্যে সরকারিভাবে বিষয়টি সমাধান করা হবে। কিন্তু তার আগেই বেসরকারিভাবে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা লাগানো হয়েছে।

গত শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, ১৬ ঘণ্টায় চাহিদা অনুযায়ী উচ্চমাত্রার অক্সিজেন না পাওয়ায় সাত করোনা রোগীর মৃত্যু হয় ওই হাসপাতালে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদে বলা হয়, ২০০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ২২৩ জন রোগী ভর্তি ছিলেন। অধিকাংশ রোগীকেই উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহ প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালটিতে এখন দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা থাকায় দুজনের অতিরিক্ত আর কোনো রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না। যে কারণে যাঁদের অক্সিজেন স্যাচুরেশন (রক্তে ঘনীভূত অক্সিজেনের মাত্রা) ৮৭–এর নিচে, তাঁদের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটের একই চিত্র জেলার অন্যান্য হাসপাতালেও।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, এমন খবর পাওয়ার পর তিনি বিষয়টি বিচারপতিকে জানান। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অক্সিজেনের সংকট বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে এখন কমেছে। বগুড়ার অন্যান্য হাসপাতালে এমন সংকট থাকলে সেটা স্বাস্থ্য অধিদপ্তর রোববারের মধ্যে ব্যবস্থা নেবে বলে অ্যাটর্নি জেনারেলকে জানিয়েছেন।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন